ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

অস্ত্রোপচার ছাড়াই তিন যমজ সন্তানের জন্ম 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২০

কোন ধরনের অস্ত্রোপচার ছাড়াই নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে তিন যমজ সন্তান জন্ম দিয়েছেন জলি বেগম (৩৮) নামের এক নারী। আজ শনিবার উপজেলার দয়ারামপুরের মজুমদার ক্লিনিকে তাদের জন্ম হয়। তিনি একই উপজেলার কোয়ালীপাড়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে প্রসব ব্যথা নিয়ে জলি বেগম ক্লিনিকে ভর্তি হন। এরপর অস্ত্রোপচার ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে মা জলি বেগম একে একে তিনটি সন্তান জন্ম দেন। নবজাতক তিনজনই পুত্র সন্তান। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে নাটোর আধুনিক হাসপাতালে নেয়া হয়। তবে মা ও তিন সন্তানের সবাই সুস্থ আছেন বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে। 

এদিকে জলি বেগমের স্বামী হেলাল উদ্দিন জানান, ‘তিনি স্থানীয় একটি কারিগরি কলেজের ল্যাব সহকারী পদে চাকরি করেন। ২০০১ সালে তিনি জলি বেগমকে বিয়ে করেন। এরপর তিন কন্যা সন্তানের জন্ম হয়। তবে সেগুলো যমজ ছিল না। একটা ছেলে সন্তান না হওয়ায় মনের ভেতরে সামান্য কষ্ট অনুভব করতেন। এরপর হঠাৎই তার স্ত্রী গর্ভধারণ করেন। 

অবশেষে শনিবার এক সাথে তিন যমজ পুত্র সন্তানের জন্ম হয়। এতে হেলাল উদ্দিন মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

এআই//আরকে
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি